Khoborerchokh logo

বিয়ে করে সেঞ্চুরি করতে চাই: সিমলা 454 0

Khoborerchokh logo

‘ম্যাডামফুলি’খ্যাত চিএনায়িকা সিমলা বিয়ে করে সেঞ্চুরি করতে চান

একথাটি তিনি এক অনুষ্ঠানে মজার ছলে সিমলা এমন মজার মন্তব্য জানান,
উপস্থাপকশাহরিয়ার নাজিম জয়ের প্রশ্ন সিমলাকে প্রশ্ন করেন,আপনি বিয়ে করেছেন কয়টা?সিমলা উত্তরে বলেন মোটামোটি ৩০-৩৫ টি । জয় বলেন,দুষ্টুমি করে বলেছেন । কিন্তু ভবিষ্যতে দুষ্টুমি করে আর কয়টা বিয়ে করবেন?উত্তরে সিমলা বলেন,সেঞ্চুরি করতে চাই । যুবরাজ সিং সবসময় ক্রিকেট খেলে সেঞ্চুরি করেছেন । আর আমি বিয়ে করে সেঞ্চুরি করবো ।
অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটার যুবরাজকে নিজের বন্ধু বলে দাবি করেন সিমলা । যুবরাজ সিংয়ের সঙ্গে ছবি তুলে সেটি বিলি করার বিষয়টিও তিনি স্বীকার করে নেন ।
অনুষ্ঠানে জয় প্রশ্ন করেন,আপনি এখন মুম্বাইতে থাকেন । অনেক ব্যয়বহুল একটি শহর । সেখানে সারভাইভ করেছেন কিভাবে?
জবাবে সিমলা বলেন,আমি এখানে (বাংলাদেশে) কাজ করে যে টাকা উপার্জন করেছি সেটা দিয়েই সেখানে থাকি ।





সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com